পোশাক শিল্পের সম্ভাবনা নিয়ে কাজ চলছে: বিজিএমইএ সভাপতি

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রফতানিতে। চলমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। গত রোববার (২১ মে) সকালে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা নিরাপত্তা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, শিল্প অর্থনীতির স্বার্থেই উদ্যোক্তাদের পরিচ্ছন্নতা নিরাপত্তার ব্যাপারে সর্তক থাকতে হবে। শুধু কারখানা নয় বরং এর আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন ফারুক হাসান। তিনি বলেন, বিজিএমইএ কার্যালয় থেকে কর্মসূচি শুরু হলো। সদস্যভুক্ত করখানাগুলোতে একই সঙ্গে কর্মসূচি পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় বিজিএমইএ ঢাকা চট্টগ্রাম কার্যালয়সহ সদস্যভুক্ত সব পোশাক কারখানা প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় পরিষ্কারপরিচ্ছন্নতা মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি শ্রমিককর্মচারীদের কর্মস্থল এবং বাসাবাড়ি ঝুঁকিমূক্ত রাখার জন্য অগ্নি বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজিএমইএ পরিষ্কারপরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যে রয়েছেভবনের সম্মুখভাগ এবং আশপাশের রাস্তাঘাটের সব ময়লাআবর্জনা পরিষ্কার করা। ভবন প্রাঙ্গণে কোনো লেক থাকলে তার পানি এবং জলজ ময়লা (কচুরিপানা ইত্যাদি) পরিষ্কার করা। বাগান থাকলে আগাছা জঙ্গল পরিষ্কার করা এবং মশামাছির বিস্তার রোধে ফুলের টব বা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা পরিষ্কার করা। বিশেষ করে কারখানা ভবনের সব ঝুল ময়লা, বৈদ্যুতিক চ্যানেল, ইলেকট্রিক্যাল স্থাপনা এবং অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসমূহ পরিষ্কারপরিচ্ছন্ন করা।

অগ্নিনিরাপত্তা মেইনটেন্যান্স কর্মসূচির মধ্যে রয়েছে- কারখানার সব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর আছে কি না তা চেক করা (অগ্নিনির্বাপণ যন্ত্র, হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার অ্যালার্ম ইত্যাদি)। কারখানার সিঁড়িসহ চলাচলের সব পথ বাঁধামুক্ত আছে কি না তা নিশ্চিত করা। কারখানার সব বৈদ্যুতিক স্থাপনা ও বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদ আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা। কারখানার গ্যাসের লাইন, বয়লার, কম্প্রেসার মেশিন ইত্যাদি চেক করা। কারখানার সব শ্রমিক-কর্মচারীর মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর সংক্ষিপ্ত আলোচনা করা। তাদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার, আগুন লাগলে করণীয় এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি।

সংগৃহীতঃ বনিক বার্তা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top